প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে বাগেরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপি আয়কর মেলা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন কর অঞ্চল খুলনার যুগ্ম-কর কমিশনার মু. মহিতুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেন, বাগেরহাটের উপ-কর কমিশনার মেজবা উদ্দিন আহম্মেদ প্রমুখ।

মেলায় কর দাতাদের সুবিধার্থে আয়কর সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরে ৮টি স্টাল অংশ নিয়েছে। এসব স্টলে কর সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

এইচ//এসআই/বিআই/০২ নভেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ