প্রচ্ছদ / খবর / সাবেক সাংসদ মিয়া আব্বাসের ইন্তেকাল

সাবেক সাংসদ মিয়া আব্বাসের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সাংসদ মিয়া আব্বাস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কানাডার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ড. মিয়া আব্বাস উদ্দিন দীর্ঘদিন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ব্রেইন টিউমারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

১৯৮৮ সালে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

মিয়া আব্বাস উদ্দিন মোরেলগঞ্জের ‘মিয়া ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার পরিবারের সদস্যদের নামে নিজ এলাকায় ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যার একটি রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ। ওই কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গির আল আজাদ বলেন, ১৯৯১ সালের পর থেকে তিনি স্বপরিবারে কানাডায় থাকতে শুরু করেন। তবে তিনি ও তার স্ত্রী প্রায়ই দেশে আসতেন। সব শেষ ২০১৫ সালে দেশে এসেছিলেন। অসুস্থতার কারণে এরপর আর দেশে আসতে পারেননি।

একমাত্র ছেলে মিয়া ফুয়াদের বরাত দিয়ে জাহাঙ্গির আল আজাদ বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে কানাডার রাজধানী অটোয়ার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের ইচ্ছায় কানাডায় তার দাফন হবে।

এইচ//এসআই/বিআই/২৮ ডিসেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ