প্রচ্ছদ / খবর / ‘দেশের জনগণ পরিবর্তন চায়’

‘দেশের জনগণ পরিবর্তন চায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। দেশের জনগণ পরিবর্তন চায়। কোন পথে পরিবর্তন হবে তা সময়ই বলে দিবে।’

বুধবার (২৭ ডিসেম্বর) বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহরের সরুই এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে নিতাই রায় বলেন, বর্তমান সরকার আধিপত্যবাদী। তার যে উন্নয়নের কথা বলছে তা মুলত তাদের নিজেদের উন্নয়ন। উন্নয়ন হচ্ছে কেবল আওয়ামী লীগের জনগণের কোন উন্নয়ন হচ্ছে না। তার সব কিছু দখল করে ক্ষমতায় আছে। তাদের বিনাস করতে হবে।

নেতাকর্মীদের একসাথে আন্দোলন সংগ্রাহ ও নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে তিনি বলন, আন্দোলন করতে জনগনের মাঝে যেতে হবে। আন্দোলনে খুব বেশি সময় লাগে না, মাত্র ১০ দিন। আপনাদের মনে আছে, সেই দুনিয়া কাপানো ১০ দিনের কথা। লেলিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘোষণার ১০ দিনের মধ্যে বিশাল সাম্রাজ্য ভেঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল জনগণের সরকার। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু প্রমুখ।

এজি//এসআই/বিআই/২৭ ডিসেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ