প্রচ্ছদ / খবর / বাগেরহাটে এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১৩০

বাগেরহাটে এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সারাদেশের মতো বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাটের শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় জেলায় মোট ১৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্র জানায়, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বাগেরহাট জেলা থেকে মোট ১৯ হাজার ৫৫২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ৪৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।

তাদের মধ্যে প্রথম দিনে এসএসসিতে ১৩ হাজার ৪৯৯ জন পরীক্ষার্থীর ৪৭ জন, দাখিলে (মাদ্রসা) ৩ হাজার ৯১১ জন পরীক্ষার্থীর ৭০ জন এবং কারিগরিতে ২ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর ১২ জন অনুপস্থিত ছিল।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন বলেন, নকল মুক্ত পরিবেশে এসএসসির প্রথম দিনে জেলার নয় উপজেলার ৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় চলতি বছর ১৯ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন অনুপস্থি ছিলেন।

এইচ//এসআই/বিআই/0১ ফেব্রুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ