প্রচ্ছদ / খবর / প্রতিবন্ধকতা ছাপিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা

প্রতিবন্ধকতা ছাপিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

‘সময় এখন নারীর: উন্নয়নে তাঁরা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবনের ধারা’- এ স্লোগানে ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সমনে রেখে বাগেরহাটে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মহিলা পরিষদ, টিআইবি, সনাক, রুপান্তর, ব্রাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এখনও চারপাশে শত প্রতিবন্ধকতা। নারীর চলার পথ এখনও মসৃণ নয়। ঘরে বাইরে নারীদের জন্য নিরাপদ কর্ম-পরিবেশ, নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হয়নি। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল হয়নি।

তবু সব প্রতিবন্ধকতা ছাপিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। ঘরে বাইরে তাদের এই অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ।

Image may contain: one or more peopleনারী নির্যাতন প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও এখনও প্রতিদিনই নির্যাতনের ঘটনা ঘটছে। এসব বন্ধে সবাই মিলে এক হয়ে কাজ করতে হবে। সচেতনতার পাশাপাশি যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, টিআইবি’র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ, সনাক সভাপতি প্রফেসর চৌধরী আব্দুর রব, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, এ্যাডভোকেট শরীফা খানম প্রমুখ।

এছাড়া এদিন সন্ধ্যায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন ও আধাঁর ভাঙ্গার শপথ অনুষ্ঠিত হয়।

এইচ//এসআই/বিআই/০৬ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ