প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / পাওনাদারদের চাপে আত্মহত্যা!

পাওনাদারদের চাপে আত্মহত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের কচুয়ায় বাড়ির উঠান থেকে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মান্নান সিকদার (৫৫) এলাকার বিভিন্ন মাছের ঘেরে মাছ সরবরাহ করতেন।

পুলিশ ও পরিবারের লোকজনের ধারণা, পাওনাদারদের চাপে আত্মহত্যা করেছেন তিনি।

মান্নানের স্ত্রী পেয়ারা বেগম বলেন, তার স্বামী মাছের ব্যবসা করতেন। পাঁচ সদস্যের পরিবার। এক বছর আগে দুর্ঘটনায় বড় ছেলে সোহেল সিকদারের পা ভেঙ্গে যায়। তার চিকিৎসা করাতে গিয়ে আমার স্বামী প্রায় ৬/৭ লাখ টাকা দেনা করেন।

পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি বাড়ির উঠানের গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা তার স্ত্রীর।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বলেন, চিংড়ির রেণু পোনা বিক্রি করতেন তিনি। হঠাৎ করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এজি//এসআই/বিআই/৩০ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ