স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ মে) মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডের আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে ওই এলাকায় জনৈক শেখ নাসির উদ্দিনের বাড়ির পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু দুটি হচ্ছে আদর্শপাড়া এলাকার শেখ নাসির উদ্দিনের তিন বছর বয়সী ছেলে রাহাত শেখ এবং প্রতিবেশী আব্দুস সালামের আড়াই বছর বয়সী মেয়ে মরিয়ম খাতুন।
নাসির উদ্দিন বলেন, ‘পুকুরপাড়ে রাহাত ও মরিয়ম খেলছিল। ওদের দুজনকে সেখানে দেখতে না পেয়ে আমরা আশপাশে খুঁজতে শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর তাদের কোথাও না পেয়ে পুকুরে পড়ে যেতে পারে এমন ধারণা করি। পরে পুকুরে নেমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’
মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, বাড়ির পুকুরপাড়ে বসে খেলতে খেলতে ওই শিশু দুটি হয়তো পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যদের অজান্তে এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা সচেতন থাকলে এ ঘটনা না–ও ঘটতে পারত।
এজি//এসআই/বিআই/২৫ মে ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More