প্রচ্ছদ / খবর / বাগেরহাটে মাদক মামলায় যুবকের ৫ বছরের জেল

বাগেরহাটে মাদক মামলায় যুবকের ৫ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে মাদক মামলায় ফারুক হোসেন হাওলাদার (৩৫) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ -২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই দণ্ডাদেশ দেন।

আসামি ফারুক হোসেন খুলনার লবনচরা থানার শিপিয়ার্ড এলাকার মো. মান্নান হাওলাদারের ছেলে।

আদালতের সরকারি সহকারি কৌঁসুলি (এপিপি) শরৎ চন্দ্র মজুমদার বলেন, আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের ২৯ আগষ্ট বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশ থেকে ৫০ পিস ইয়াবা বড়িসহ পুলিশ ওই যুবককে আটক করে। ওই ঘটনায় বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মঈনউদ্দিন বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রমেশ চন্দ্র রায় তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার চারজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ওই রায় ঘোষণা করেন।

এজি//এসআই/বিআই/১৬ জুলাই ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ