প্রচ্ছদ / খবর / খানজাহান (রহ.) মাজারের দীঘি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান (রহ.) মাজারের দীঘি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার দীঘি থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে শহরের অদূরে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দীঘির মহিলাঘাটের কাছে পানিতে ভাসতে থাকা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়।

তার পরণে চেক লুঙ্গি ও টি-শার্ট ছিল। চুল সাদাপাকা, গায়ের রং ফর্সা।

পুলিশ ও স্থানীয়রা তাঁর পরিচয় জানাতে পারেনি। ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাট সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় খাদেমরা ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দীঘির মহিলাঘাটের কাছে পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

‘পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৮০ বছর। তবে কেই তার পরিচয় বলতে পারছেন না।’

মাজারের মসজিদে নামাজের জন্য ওযু করতে দীঘিতে নামার সময় ঘাটে পা পিছলে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

সাইদুর বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এজি/আইএইচ/বিআই/২৬ নভেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ