প্রচ্ছদ / খবর / করোনা: ঘরে বাইরে আসা আরও ৯১ জনকে দণ্ড

করোনা: ঘরে বাইরে আসা আরও ৯১ জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া ও সামাজিক দূরত্ব না মানায় আরও ৯১ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৯১ জনের কাছ থেকে মোট ৬১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করে। এনিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় গেল ৩ দিনে জেলায় মোট ২৪৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

করোনার বিস্তার রোধে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং সামাজিক দুরত্ব মেনে চলতে প্রশাসন বারবার তাগিদ দেওয়ার পরও সরকারি নির্দেশনা না মানায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় ২১টি ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব না মানা ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হাওয়া ৯১ জনকে অর্থদণ্ড করেছে। করোনা রোধে সবাইকে সরকারি নির্দেশনা পালন করেতে হবে। এজন্য সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি জেলায় ২৯টি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে থাকছে।

এরআগে একই অপরাধে গত শুক্রবার ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা ও বৃহস্পতিবার ৫৮ জনকে ৩০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

এসআই/আইএইচ/বিআই/১২ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ