প্রচ্ছদ / খবর / করোনা: বাগেরহাটে ৪৮ বন্দির মুক্তির প্রস্তাব

করোনা: বাগেরহাটে ৪৮ বন্দির মুক্তির প্রস্তাব

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সারাদেশে ৩ হাজার ৭০০ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

ওই তালিকায় বাগেরহাট জেলা কারাগারের ৪৮ জন বন্দির নাম রয়েছে বলে জানা গেছে।

কারা অধিদপ্তরে কাছে পাঠানো জেলা কারাগারের ৪৮ জনের তালিকায় ২০ বছরের বেশি সাজাভোগকারী ১১ জন, ৬ মাস সাজা হওয়া ১৫ জন এবং এক বছর সাজা হওয়া ১৬ জন, বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৫ জন ও লঘু দণ্ডপ্রাপ্ত এক আসামির নাম রয়েছে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই যাচাই–বাছাই করে তাদের মুক্তি দেওয়া হবে।

বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার বলেন, করোনার প্রেক্ষিতে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে আমরা ৪৮ জন কয়েদির তালিকা তৈরি করে পাঠিয়েছি। কারা অধিদপ্তর ওই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে।

মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হবে।

তিনি আরও জানান, বাগেরহাট জেলা কারাগারে ৩৮০ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৪০০ বন্দীর ধারণ ক্ষমতা। তবে বর্তমানে এখানে বন্দি আছে ৭০০ জন। যার মধ্যে ৬৬৩ জন পুরুষ ও ৩৭ জন নারী।

বন্দিদের দেখভালে জেলা কারাগারে জেল সুপার, জেলার ছাড়াও প্রধান কারারক্ষী, কারারক্ষী, সুবেদার, হাবিলদারসহ মোট ৮৮ জন রয়েছে।

এসআই/আইএইচ/বিআই/১২ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ