উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামে খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাহমুদ শেখ (৩০)। তিনি কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে।
পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শরীফুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মাহমুদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
যুবকের পরিবার মরদেহটি সনাক্ত করেছে। ময়না তদন্তের জন্য যুবকের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে ওই যুবককে হত্যা করা হয়েছে, নাকি তাঁর স্বাভাবিক মৃত্যু হয়ে।
এজি/আইএইচ/বিআই/৩০ এপ্রিল, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More