শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

করোনা সংক্রামণ প্রতিরোধে সরকারি নিয়ম অমান্য, মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় বাগেরহাটে ২৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গণপরিবহণ, হাটবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করে। এনিয়ে স্বাস্থ্যবিধি না মানায় গেল ৮ দিনে জেলায় ২৪৮ জনকে জরিমানা করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সোমবার ১১টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৬টি মামলায় ২৮ জনকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
পহেলা জুন থেকে ৮ জুন পর্যন্ত জেলায় মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে মোট ২৮৬ জনকে ২ লাখ ৩৭ হাজার ৩৭০ টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে জানান তিনি।
এসআই/আইএইচ/বিআই/০৯ জুন, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More