মংলা বন্দরে আবাসিক এলাকায় মানসিক প্রতিবন্ধী হুমায়ুন কবিরের হাতে খুন হয়েছে তার বোন জান্নাতুল ফেরদাউস বৃষ্টি(৯)।
নিহত জান্নাতুল ফেরদাউস বন্দরের নিরাপত্তা প্রহরী আতাউর রহমানের মেয়ে। সে মংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, শুক্রবার সকালে মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের কাছে ছোট বোন বৃষ্টি টাকা চাইলে উত্তেজিত হয়ে পড়ে বড় ভাই হুমায়ূন কবির। পরে টাকার চাওয়ার অপরাধে ছোট বোনকে মারধর করে।
একপর্যায়ে তার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে সে। পরে ঘরে থাকা তাদের বাবা বন্দর কর্তপক্ষের নিরাপত্তা কর্মি আতাউর রহমান ছুটে এসে মেয়েকে বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়।
তবে হাসপাতালে নেয়ার আগেই বৃষ্টি মারা যায় বলে নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক। পরে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাই হুমায়ূনকে গ্রেফতার করে।
এ ঘটনায় মংলা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে উপ-পুলিশ পরিদর্শক মঞ্জুরুল এলাহী।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More