প্রচ্ছদ / খবর / সুন্দরবনে বনদস্যু-কোস্টগার্ড বন্দুকযুদ্ধ, উদ্ধার হল অপহৃত ৩ জেলে

সুন্দরবনে বনদস্যু-কোস্টগার্ড বন্দুকযুদ্ধ, উদ্ধার হল অপহৃত ৩ জেলে

সুন্দরবনের চাদপাই রেঞ্জের আড়পাঙ্গাসিয়া নদীর সন্ন্যাসীর খাল এলাকায় বনদস্যু সাজ্জা বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

বন্দুকযুদ্ধসোমবার বিকেলে সুন্দরবনে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযানে গেলে কোস্টগার্ডের সাথে  বনদস্যু সাজ্জা বাহিনীর এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পর কোস্টগার্ড অভিযান চালিয়ে সাজ্জা বাহিনীর আস্তানা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত তিন জেলে ও বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক উদ্ধার করেছে।

উদ্ধারকৃতরা হলেন, মাসুদুর রহমান, মো: মোস্তফা ও  আজগর আলী। এরা সকলে কয়রা উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম শরিফুল আলম জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কয়রার আড়পাঙ্গাসিয়া নদীর সন্নাসী খালে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু সাজ্জা বাহিনী মুক্তিপণের দাবিতে  অপহৃত জেলেদের আটকে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তারা আস্তানায় জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করে।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সাজ্জা বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘণ্টা স্থায়ী বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা সুন্দর বনের গহীন অরণ্যে পালিয়ে যায় ।
পরে কোস্টগার্ড ওই আস্থানায় তল্লাশি চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত তিন জেলে ও একটি বন্দুক উদ্ধার করে। এ সময় ভেঙে দেয়া হয় বনদস্যুদের আস্তানাটি ।

তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র কয়রা থানায় এবং জিম্মিদেরকে তাদের নিকট অত্মীয়স্বজনের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।

About ইনফো ডেস্ক