প্রচ্ছদ / খবর / বাগেরহাটে কালবৈশাখীর তান্ডব

বাগেরহাটে কালবৈশাখীর তান্ডব

মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাটে।

সন্ধ্যা ৬:৪৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাগেরহাট সদর, ফকিরহাট, রামপাল, মংলা, চিতলমারী, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বজ্র ও শিলাবৃষ্টিসহ বছরের প্রথম এ কালবৈশাখী ঝড় আঘাত আনা বাগেরহাটে।

এতে বাগেরহাট-খুলনা ও বাগেরহাট-মোরেলগঞ্জ-শরণখোলা সড়কসহ বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। যান চলাচল বর্তমানে স্বাভাবিক হলে এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছে অনেক এলাকার লোক।

প্রায় ২৪ঘন্টা পার হলেও বাগেরহাটা পৌরসভার সব এলাকাল বিদ্যুৎ সর্বাহ লাইন পরিপূর্ণ ঠিক করতে না পারায় পৌর এলাকার ক’য়েকটি স্থানে এখন বিদ্যুৎ সর্বাহ স্বচল হয়নি।

এ বিষয়ে পৌর এলাকায় বিদ্যুৎ সর্বাহকারি প্রতিষ্ঠান ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্টিবিউটার কাম্পানীর সাথে যোগাযোগ করা হলে উপ-সহকারী প্রকৌশলি মিলটন হসেন বাগেরহাট ইনফোকে বলেন, তারা গত কাল রাত থেকই কাজ করছেন। ইত মধ্যে অধিক অংশ এলাকর বিদ্যৎ সর্বাহ সাভাবিক হয়েছে। কিছু এলাকায় মূল সর্বাহ লইনের সাথে গ্রাহকের লাইলের তার ছুটে যাবার কারনে অনেকে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে।

তিনি আমাদের আশস্ত কারে বলে, তারা রাতের মধ্যে বস এলাকার বিদ্যুৎ সর্বাহ স্বাভাবিক করতে পারবেন বলে আশাবাদী।

এদিকে ঝড়ের কারনে শহরের বিভিন্ন এলাকার আঁধা-পাকা, কাঁচা  ঘর ও দোকান বিদ্ধস্ত হয়েছে।

About ইনফো ডেস্ক