দেশ ব্যাপী ১৮ দলের আহুত হরতালের প্রথম দিনে শহরে মিছিল করেছে হরতাল সমর্থকরা।
মঙ্গলবার সকাল পোনে আট্টায় শহরের নতুন কোর্ট এর সামনে থেকে ১৮ দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে ।
এসময় বাগেরহাট – খুলনা মহাসড়কের দশানী সার্কিট হাউজ মোড়ে হরতালের সমর্থনে অবস্থান নিয়ে দু’ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এসময় পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এমএ সালাম,সম্পাদক আলী রেজা বাবু, জামাত নেতা মাওলানা রেজাউল করিম.এ্যাডঃ আঃ ওয়াদুদ, যুবনেতা মেহেবুবুল হক কিশোর, ছাত্র নেতা সুজা উদ্দিন মোল্লা সুজন, আজমল হোসেন, নারীনেত্রী সাহিদা আক্তার প্রমুখ।
হরতারে কারনে যান চলাচল, ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যানবাহন, অধিক অংশ দোকান-পট ছিল বন্ধ। তবে হরতালে জেলার কোথাও বড় ধরনে কোন অপ্রতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যান নি।
২৩-০৪-২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More