প্রচ্ছদ / খবর / মংলায় এক গৃহবধু নির্মম পাশবিক নির্যাতনের শিকার

মংলায় এক গৃহবধু নির্মম পাশবিক নির্যাতনের শিকার

আবু হোসাইন সুমন, মংলা:

মংলার নারকেলতলা এলাকায় অসহায় এক গৃহবধু নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।

Mongla-Bagerhatশারিরীকভাবে ভীষণ অসুস্থ্য ওই গৃহবধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী ও নির্যাতিতার স্বামী নাছির উদ্দিন জানান, পূর্ব শক্রুতার জের ধরে মংলার চাদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারকেলতলা আবাসন প্রকল্পের সভাপতি কালাম ফরাজি, সাধারণ সম্পাদক হাবিবসহ একই এলাকার আমেনা, জমেলা, সনিয়া ও মনি আবাসনের বাসিন্দা নার্গিস বেগম (৩২) কে শুক্রবার রাতে ঘর থেকে তুলে নিয়ে পাশের আরেকটি ঘরে আটকিয়ে বেদম মারপিট ও তার শরীরের স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

এদের মধ্যে শারিরীকভাবে ভীষণ অসুস্থ্য নার্গিস বেগম বর্তমানে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

গত দু’দিন ধরে তার শারিরীক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানায় হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কেউই আটক না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গীয়াস বলেন, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারকেলতলা আবাসন প্রকল্পের প্রহরী ইয়াসিন চৌকিদার বলেন, দু’সন্তানের জননী নার্গিস বেগম মুসলিম এইড’র (এনজিও) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মাটি কাটার কাজ করে। কিন্তু কাজ শেষে শুক্রবার রাতে নার্গিস বাড়ী গেলে তাকে ঘর থেকে কালাম, হাবিবের নেতৃত্বে একদল লোকজন ধরে নিয়ে মারপিট করে এবং নার্গিসের স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে আঘাত করে আহত করে।

About ইনফো ডেস্ক