প্রচ্ছদ / খবর / বাগেরহাটে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা -২০১৩

বাগেরহাটে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা -২০১৩

২৭ এপ্রিল, ২০১৩ শনিবার শহরের স্বাধীনতা উদ্যানসংলগ্ন আশ বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

bagerhatNews24.04.13(2)সকাল ১০ টায় শুরু হয় এ আয়োজন। “বিজ্ঞান নিয়ে বলি, জীবন গড়ি” ছিল এর মূল প্রতিপাদ্য বিষয়। সারা দেশের ধারাবাহিকতায় এদিন বাগেরহাটে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।

বাগেরহাটের এ আয়োজনে সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (বিডিএস), বাগেরহাট অঞ্চল এবং ব্যবস্থাপনা সহযোগী ছিল কিংবদন্তি মিডিয়া।

অনুষ্ঠানের শুরু হয় সাভারে মর্মান্তিক ভবন ধ্বসে শত শত নিহত ও আহত মানুষ ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের মধ্য দিয়ে।

মোট আটটি বিদ্যালয়ের অংশ গ্রহনে আয়োজিত এ অনুষ্ঠানে বাগেরহাট আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়।

অংশগ্রহকারী বিদ্যালয় গুল হল, বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল এন্ড কলেজ, আট্টাকা কেরামত আলী মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয় এবং বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ।

সেমিফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় – বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় – বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ।
যেখান থেকে ফাইনাল রাউন্ডে হাড্ডাহাড্ডী লড়াই করে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর দল। ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘বিজ্ঞান ও গবেষনার প্রতি অবহেলাই তৃতীয় বিশ্বের পশ্চাৎপাদতার মূল কারন’।

বিতর্কে চ্যাম্পিয়ন হয় বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় এ প্রতিষ্ঠানের জাওয়াদ হাসান আরাফ।

BagerhatNews27.4.13(3)বাগেরহাট আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়াতে বিজয়ী দল বরিশালে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বরিশালের চ্যাম্পিয়ন দল কেন্দ্রীয় পর্যায়ে ঢাকাতে বিতর্কের সুযোগ পাবে।

সকল বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (বিডিএস), বাগেরহাট অঞ্চলের সাধারন সম্পাদক এ্যাড. পারভিন আক্তার এবং বিচারকার্য করেন জনাব ফারুকুজ্জামান, প্রফেসর চৌধুরী আব্দুর রব এবং বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন।

উক্ত অনুষ্ঠানের পুরষ্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব হাবিবুল হক খান, বাগেরহাট প্রেস ক্লাব এর সভাপতি এবং বরেণ্য সাংবাদিক (দি ইন্ডিপেন্ডেন্ট) এ্যাড. মোঃ মোজাফফর হোসেন, চিতলমারী সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি পংকজ কুমার মন্ডল, বাগেরহাট সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক ও সদস্য সচিব শেখ সাকির হোসেন, দৈনিক সমকালের বাগেরহাট জেলা প্রতিনিধি এবং বাগেরহাট সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা শেখ দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষনীয়। আমন্ত্রিত অতিথিদের বরন করে নেয় আয়োজকবৃন্দ। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেয়া হয় ট্রফি ও প্রাইজমানি এবং সকল প্রতিযোগীকে সনদপত্র বিতরন করা হয়।

২৭-০৪-২০১৩ :: সুমন বিশ্বাস, বাগেরহাট।।

About Bagerhat Info Blog