প্রচ্ছদ / খবর / সাভার ট্রাজেডি: এখনও নিখোঁজ বাগেরহাটের ২০ গার্মেন্ট কর্মী

সাভার ট্রাজেডি: এখনও নিখোঁজ বাগেরহাটের ২০ গার্মেন্ট কর্মী

সাভার ট্রাজেডিতে এখনও নিখোঁজ বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০ গার্মেন্ট কর্মীর সন্ধান না মেলায় তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিখোঁজদের মধ্যে রয়েছেন- উপজেলার হিজলা গ্রামের রুস্তম মোল্লার মেয়ে নাজমা(৩০), বড়বাড়িয়া গ্রামের ছালাম শেখের মেয়ে আফরোজা(৪০), কাননচকের সোহান(২৫) হিজলা কাজীপাড়ার লিফুজা (৩০), চরচিংগুড়ীর ইব্রাহীম(৩০), শৈলদাহ গ্রামের সুলতান খার ছেলে ফোরকান খান (৩০), হাদু কাজীর ছেলে রাজু কাজী (২৬) ও শিবপুর গামের দুই যুবক, ভিন্ন গ্রামের শরিফুল (২৫) ও মোশারেফসহ কমপক্ষে ৩০ জন গার্মেন্ট শ্রমিক।

গত ৪ দিনে ধরে ওইসব শ্রমিকের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে শোক আর সংকায় ইত মধ্য অসুস্থ হয়ে পড়েছে এসব পরিবারের অনেক সদস্যরা।

আহত হয়ে ফিরে লাকী নামে এক শ্রমিকের বরাত দিয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)লুলু বিলকিস বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮-০৪-২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক