আজ সকাল ১০টা থেকে উৎসব মূখর পরিবেশে শুরু হয় বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০১৩ এর ভোট গ্রহন। চলে বিকাল ৪টা প্রর্যন্ত। জেলা আইনজীবী সমিতি ১৯টি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নেয় দুই প্যানেলের মোট ৩৫ জন সদস্য। জেলা বারের প্রায় সাড়ে তিন’শ আইনজীবীর মধ্যে শেষ পর্যন্ত ৩১২ জন তাদের ভোট প্রদান করেন। নির্বাচনকে ঘিরে আইনজীবী ছাড়াও নানা রাজনৈতিক দলের আনেকেই এখন আছেন আদালত পাড়ার জেলা আইনজীবী সমিতির নতুন ভবন প্রাঙ্গনে। সবাই অপেক্ষায় ফলাফলের আর ভেতরে চলছে ভোট গননা।
আসা করা যাচ্ছে কিছু খনের মধ্যে ফলাফল প্রকাশ শুরু হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More