প্রচ্ছদ / খবর / বিদ্যালয়ের ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা

বিদ্যালয়ের ভবনে ফাটল, পরিত্যক্ত ঘোষণা

বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে পরিত্যক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। ফলে দুই দিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলাতে  স্কুলমাঠে তাবু টানিয়ে ও পাশের একটি সমিতি ভবনে।

BagerhatNewews29.04.13(2)সাভার ট্রাজেডির পর টনক নড়ে জেলা প্রশাসনের।

রোববার বাগেরহাট শহর সংলগ্ন সদর উপজেলার বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসক মো. শুকুর আলী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে এবং সিলগালা করার নির্দেন দেন।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতায় বাগেরহাটের বেশীর ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু  ১৯৩২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখনো টিনের চাল। ১৯৮৮-৮৯ অর্থ বছরে শিক্ষা বিভাগ পাকা দেয়াল ও টিনের চালের চার কক্ষ বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করে।
তবে এর পর আর কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি প্রতিষ্ঠানটির। ২০০৯ সালে ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। ক্রমে এ ফাটল বিদ্যালয় ভবনের বিভিন্ন দেয়ালে ছড়িয়ে পড়ে এবং বাড়তে থাকে।

সোমবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, ভবনের পেছনের দিকে মেঝের ওপর থেকে দেয়ালে লম্বা ও আড়াআড়িভাবে পাঁচ-ছয়টি স্থানে বড় ধরণের ফাটল ধরেছে। বিদ্যালয় ভবনের সামনের দেয়ালেও লম্বা খাড়া ফাটল ধরেছে।

ফাটল বাড়তে থাকায় শেষ পর্যন্ত বিদ্যালয় মাঠের একপাশে তাবু টানিয়ে এবং একটি ক্লাব ঘরে বিকল্প শ্রেণীকক্ষের ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে বর্তমানে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম বলেন, ২০১০ সালে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর থেকে কয়েক বার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এই সব ফাটলের কথা জানিয়ে সংস্কারের আবেদন করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।

রোববার জেলা প্রশাসক মো. শুকুর আলী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করার নির্দেন দেন। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে মাঠে ও পাশের একটি ক্লাব ঘরে পাঠ দানের বিকল্প উদ্যোগ নিয়েছি।

এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভিন জাহান  বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দুরাবস্থা স্বীকার করেন। তবে জেলায় বর্তমানে কতগুলো বিদ্যালয় ঝুকিপূর্ণ তা জানাতে পারেনি তিনি।

২৯-০৪-২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক