প্রচ্ছদ / খবর / স্বাভাবিক হতে শুরু করেছে মোংলা বন্দরের কার্যক্রম

স্বাভাবিক হতে শুরু করেছে মোংলা বন্দরের কার্যক্রম

মংলা বন্দরের পণ্য বোঝাই-খালাস কাজ শুরু, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ।

Mongla_portঘূর্ণিঝড় মহাসেনের কারণে টানা ৪ দিন অচল অবস্থার পর মংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বন্দরে আবারও শুরু হয়েছে জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ। এছাড়া ইপিজেড ও শিল্প কলকারখানা উৎপাদন-পরিবহণ কাজ চলছে।

তবে শুক্রবারও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত সাগরে মাছ ধরতে যাওয়া নৌকা, ট্রলার ও সমুদ্রগামী জাহাজ নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

১৭.০৫.২০১৩ :: আবু হোসাইন সুমন,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক