প্রচ্ছদ / খবর / মহাসেন’র প্রভাবে মংলায় প্রায় অর্ধশত ঘর বিধস্ত, বন্দরে হুশিয়ারী সংকেত নামিয়ে ৩

মহাসেন’র প্রভাবে মংলায় প্রায় অর্ধশত ঘর বিধস্ত, বন্দরে হুশিয়ারী সংকেত নামিয়ে ৩

মংলা বন্দরে ৫ নম্বর হুশিয়ারী সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

মহাসেনের প্রভাবে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এক নাগাড়ে মংলা সহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যায়। এতে মংলার কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় উপজেলা নির্বাহী অফিসার ড. মো: মিজানুর রহমান।

তবে অতি বৃষ্টির কারণে বেশ কিছু চিংড়ি ঘের পানিতে তলিয়ে যাওয়ায় কিছুতা ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয় জনপ্রতিনিধি।

এদিকে ঘূর্ণিঝড় মহাসেন’র প্রভাবে সৃষ্ট ঝড় ও প্রবল বর্ষণে মোংলার চিলা ইউনিয়নে প্রায় অর্ধশত আধাপাক ঘর বিধস্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চিলা ইউনিয়নের বৈদ্ধমারী ও জয়মিন এলাকায় দূর্গতদের মাঝে চিড়া, গুড় ও বিস্কুট বিতরণ করেছেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার।

১৬.০৫.১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক