প্রচ্ছদ / খবর / ইউপি চেয়ারম্যান খান জাহিদ হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

ইউপি চেয়ারম্যান খান জাহিদ হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান হত্যা মামলা গতকাল মঙ্গলবার খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

Zahid-hasanমামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জেলা ডিবি’র ওসি মোঃ ইলিয়াছ ফকিরকে। ইতোপূর্বে মামলাটি রূপসা থানার ওসি (তদন্ত) শেখ মোঃ জিয়াউল ইসলাম তদন্ত করছিলেন।

এদিকে সোমবার থেকে রিমান্ডে থাকা দুইজন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সে সকল তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

রূপসা থানার ওসি মোঃ আলী নেওয়াজ জানান, চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রূপসা থানা থেকে মঙ্গলবার খুলনা জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইলিয়াছ ফকির জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলাটি জেলা ডিবিতে হস্তান্তর করা হয়। রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে পুলিশ সুপার গোলাম রউফ খানের নির্দেশে মামলাটি ডিবিতে পাঠানো হয়। হত্যাকান্ডে চরমপন্থীদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, চেয়ারম্যান খান জাহিদ হাসানের খুনী, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের গ্রেফতার এবং হত্যা মামলার মোটিভ দ্রত উদ্ধারের লক্ষ্যে এসপি মোঃ গোলাম রউফ খানের নির্দেশে মামলাটি রূপসা থানা থেকে ডিবিতে নেয়া হয়েছে। থানার অন্যান্য আনুষঙ্গিক কাজ করার পর স্পর্শকাতর এ হত্যা মামলাটি তদন্ত করা রূপসা থানার পক্ষে একটু কঠিন ছিলো।

যে কারণে মামলাটি নিরবচ্ছিন্নভাবে তদন্ত এবং রিমান্ডের আসামীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা ও সফল সমাপ্তির লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে হত্যা মামলাটি সঠিক গতি পাবে বলে জানান সহকারী পুরিশ সুপার।

উল্লেখ্য, গত ১৮মে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুলনার রূপসা ফেরী ঘাট পার হয়ে মোটর সাইকেলযোগে ফকিরহাটে তার কর্মস্থলে যাওার সময় পথিমধ্যে খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ স্কুলের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে চেয়ারম্যান খান জাহিদ হাসান ও ভাড়ায় চালিত মটরসাইকেলের চালক মুন্না শিকদারকে হত্যা করে।

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী শিরিনা আক্তার কিছলু বাদী হয়ে আওয়ামী লীগ ও যুবলীগসহ ৯ জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মামলা করেন।

 ২১-০৫-২০১৩ :: ভোলানাথ রায়,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক