প্রচ্ছদ / খবর / বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ: আহত ১৫

বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ: আহত ১৫

বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় শুক্রবার বিকালে শহীদ জিয়াউর রহমানের মুত্যু বাষির্কীর পোষ্টার লাগানোকে কেন্দ্রে করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে।

Crashএসময় ভাংচুরের ঘটনা ঘটেছে স্থানীয় একটি দোকানে। আহত উভয় গ্রুপের ১৩ জনকে বাগেরহাট সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।

এদিকে আবারও সংর্ঘষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপতালে চিকিৎসাধীন আহতরা হলো, রানা গ্রুপের রানা তরফদার, আরিফ গাজী, নিলু খান, সোহেল তরফদার, সুমন খান ও রায়হান এবং ডলার গ্রুপের মানজারুল .মঈনুল, জয়নাল, সাদেক, সাদ্দাম, দেলোয়ার ও মারুফ খান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর এলাকায় ছাত্রদল নেতা রানা তরফদারের দোকানে তার প্রতিদ্বন্দি ডলার গ্রুপের লোকজন শহীদ জিয়ার মুত্যু বাষির্কীর পোষ্টার লাগাবার চেষ্টা করে।

এসময় উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বেধে যায়। এতে আহত হয় উভয় গ্রুপের অন্তত্য ১৫ জন। সংঘর্ষ চলাকালে ছাত্রদল নেতা রানার দোকান ভংচুর চালায় প্রতিপক্ষ ডলারের লোকজন।

ওসি আরও জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরুক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে সবশেষ প্রাপ্ত তথ্য মতে উভয় গ্রুপের কেউই এখনও থানায় কোন অভিযোগ দেয়নি।

৩১-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক