প্রচ্ছদ / খবর / বাগেরহাটের ঝুঁকিপূর্ন আদালত ভবন পরিত্যাক্ত ঘোষনার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বাগেরহাটের ঝুঁকিপূর্ন আদালত ভবন পরিত্যাক্ত ঘোষনার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত ভবন পরিত্যাক্ত ঘোষনা ও বিকল্প ভবনে বিচার কাজ চালানোর দাবীতে রবিবার সকাল থেকে আইনজীবীরা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

BagerhatNews02.06.13বাগেরহাট জজ আদালতে কর্মরত সকল আইনজীবী এদিন সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের নতুন কোর্টের সম্মুখের মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

রোববার সকাল ১০টায় শুরু হওয়া এ মানববন্ধনে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীরাও অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি চাকলাদার আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সভাপতি ভুইয়া হেমায়েত উদ্দিন, মোজাফফর হোসেন, ফকির মুনছুর আলী, শাহ- ই- আলম বাচ্চু, ওয়াহিদুজ্জামান দিপু ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর একে আজাদ ফিরোজ টিপু , হাওলাদার এম এ মান্নান প্রমুখ।

BagerhatNews02.06.13(2)এ সময়ে আইনজীবীরা অতিদ্রুত ঝুকিপূর্ন জজ আদালত পরিত্যাক্ত ঘোষনা করে বিকল্প ভবনে বিচার কাজ পরিচালনা করার দাবী জানান।

তারা আগামি রবিবারের মধ্যে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে অন্যত্র বিচারিক কার্যক্রম পরিচালনার ব্যাবস্থা না করলে সকল আইনজীবীরা আদালত বর্জন করবে বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে আদালত ভবনের ফাঁটলের স্থানে বাগেরহাট গনপূর্ত বিভাগের লোকজন মেহগনী গাছ দিয়ে ভবনের বিভিন্ন স্থানে বল্লি(ঠেকনা) দেয়। আর এই ঘটনার পর থেকে আদালত ভবনের আইনজীবীরা ও বিচার প্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

০২-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক