বাগেরহাটের মোরেলগঞ্জ-আমতলী বাজার গ্রোথ সেন্টারের দেড় কিলোমিটার পাকা সড়ক পানগুছি নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে।
নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষদের এখন ট্রলার ও খেয়ায় পারপার হচ্ছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের পর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে উপকূলীয় বাগেরহাটের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তবে বর্তমানে পানির চাপ কম থাকায় পানগুছি নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে।
ফলে ভয়াবহ অবস্থার মুখোমুখি এসে দাঁড়িয়েছে সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেড়িবাঁধ।
মোরেলগঞ্জের ভাঙন কবলিত গাবতলা এলাকার ইব্রাহীম হোসেন বাগেরহাট ইনফোকে জানান, এই সড়কসহ কয়েক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় এখন তাদের চলাচল করতে হচ্চে খেয়া নৌকায়। তাদের বসতবাড়ি, ফসলের মাঠে লবন পানি উঠে ফসলসহ গাছপালা মরে যাচ্ছে।
কিন্তু তাদের এ দুর্দশা দেখার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ এলাকায় যাননি বলে তিনি জানান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান বাগেরহাট ইনফোকে জানান, পানিবন্দীদের সহায়তা ও বেড়িবাঁধ মেরামতে প্রযোজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
০২-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More