বীনা বাজে ঐ গহীনে

তব নির্দা প্রহরে ঐ দ্বারে দাড়িয়ে কুহুকের কন্ঠে ডাক দিয়া ওঠে সে,
তাহার আখিঁ পানে সহসা ভাঁসিয়া ওঠে মনোকুন্জের গোপন র্বাতা।
আকুল কন্ঠে সুধায় আমারে, ‘বাজে কি বীনা তোমার ঐ মনের গহীনে’ ?
শীতল বাতাসের ন্যায় হৃদয় মাঝে কম্পন জাগে মোর।
তবু সহসা মুখ ফিরায়ে তাহারে বলি ‘কেন বা শুনিতে চাও বেসুরা এ বীনার ধ্বনি’
নীরবে পায়ে ঝংকার তুলে এগিয়ে আসে মোর কাছে,
ব্যার্থ শরীরে হাত রাখিয়া কয়, ‘দুজন মিলিয়া শুধরে নেবো সে বেসুরা বীনার ধ্বনি’।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !