প্রচ্ছদ / খবর / মংলায় বাড়ছে ফরমালিন ও বিষ যুক্ত মৌসুমী ফল বিক্রি

মংলায় বাড়ছে ফরমালিন ও বিষ যুক্ত মৌসুমী ফল বিক্রি

মংলায় বন্দরসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলতি মৌসুমে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন ও ক্ষতিকারক বিষযুক্ত মৌসুমী ফল।

এর মধ্যে বয়েছে বিভিন্ন প্রজাতির আম, লিচু, জাম, কাঠাল, কলা, পেঁপে, বাঙ্গীসহ নানা ধরনের ফল। এসব বিষাক্ত ফল খেয়ে মানুষ নানা ধরনের পীড়ায় আক্রান্ত হচ্ছে।

অভিযোগ রয়েছে,  প্রশাসনিক পদক্ষেপ না থাকা, আইন প্রয়োগকারী সংস্থার নীরবতা, স্যানিটারী পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলার কারণে কিছু অসাধু ব্যবসায়ীর মধ্যে এ ধরনের প্রবণতা বেড়ে যাচ্ছে।

বন্দরসহ শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে, স্থায়ী ও অস্থায়ী দোকানে  গ্রীষ্ম মৌসুমের ফলের সমারোহ। নানা প্রজাতির আম, কলাসহ বিভিন্ন ফলে এক ধরনের বিষাক্ত দ্রব্য স্প্রে করে ফলগুলোর খোসা সুদৃশ্য পাকা রঙ ধারন করার ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়।

এ সব ফলের মধ্যে ফলমালিন যুক্ত ও ফরমালিন মুক্ত তা বেছে নেওয়া ক্রেতাদের পক্ষে কঠিন বিষয় হলেও বাস্তবে এগুলোই ক্রেতারা বাধ্য হয়ে কিনে নিচ্ছে। ক্রেতাদের এই আকর্ষণকে পুঁজি করে এবং তাদের প্রতারিত করে অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সাধারন ক্রেতারা এসব ফল কিনতে গিয়ে অর্থদন্ডের শিকার হচ্ছে। আর ফরমালিন ও বিষ যুক্ত ফল খেয়ে মারাত্মক ভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুকি।

০৩-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক