প্রচ্ছদ / খবর / বাগেরহাটে জবাই করা ৪টি হরিণ উদ্ধারের পর শিকারীসহ ছেড়ে দেয়ার অভিযোগ

বাগেরহাটে জবাই করা ৪টি হরিণ উদ্ধারের পর শিকারীসহ ছেড়ে দেয়ার অভিযোগ

বাগেরহাটে পূর্ব সুন্দরবন রেঞ্জ এলাকা থেকে শিকার করে আনা ৪টি জবাই করা হরিণ ও ৪ শিকারীকে ট্রলারসহ আটকের পর উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে।

Bagerhat-District-Mapএদিকে এ ঘটনা ফাঁস হয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনসহ তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বনরক্ষীরা ঘটনাটি ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানা দেন দরবার চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র জানায়, সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা জবাই করে জনৈক মোস্তফা নামে এক মৎস্য ব্যবসায়ীর নেতৃত্বে ৪ শিকারী শনিবার সকাল ৯ টার দিকে ট্রলারযোগে মংলার চিলা এলাকার কেয়াবুনিয়া এলাকায় আসে।

গোপন সূত্রে এ খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর টহল বোটের (চিলা মোবাইল) ওসি ফরেষ্ট গার্ড হাশেম জবাই করা হরিণ ও ৪ চোরাকারবারিকে ট্রলারসহ আটকের জন্য অভিযান চালায়। এ সময় ওসি হাশেম চাঁদপাই রেঞ্জ অফিসে কর্মরত অপর ফরেষ্ট গার্ড আলী আহম্মদের অভিযানের ব্যাপারে সহযোগীতা চায়।

এক পর্যায়ে ওসি হাশেম ও ফরেষ্ট গার্ড আলী আহম্মদ শিকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে জবাই করা হরিণ ও ট্রলারসহ আটক ৪ শিকারীকে ছেড়ে দেয়।

পরবর্তিতে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে গুঞ্জনসহ তোলপাড়ের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ফরেষ্ট গার্ড হাশেম ও আলী আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বাগেরহাট ইনফোকে জানান, এসবই স্বার্থান্বেষী মহলে অপপ্রচার। এ ধরনের কোন ঘটনার কথা তাদের জানা নেই।

অপরদিকে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক খলিলুর রহমান এবিষয়ে বাগেরহাট ইনফো ডটকমককে জানিয়েছেন, এ ধরনের কোন তথ্য বা অভিযোগ তার জানা নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে যথা যথব্যবস্থা নেওয়া হবে।

০৩-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক