প্রচ্ছদ / খবর / যেন সিডরে বিধ্বস্ত গাছের জাদুঘর

যেন সিডরে বিধ্বস্ত গাছের জাদুঘর

২০০৭ সালের ১৫ই নভেম্বর রাতে সুপার সাইক্লোন সিডরের আঘাতে বাংলাদেশ উপকুলে, লন্ডভন্ড করে দেয় দেশের দক্ষিণ-পশ্চিশ উপকুল।

ছবি: মশিউর রহমান।
ছবি: মশিউর রহমান।

সিডর আঘাত হানার ৫বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে বিধ্বস্ত বেশ কিছু গাছ এখনো বিধ্বস্ত অবস্থায়ই রয়েছে। গাছগুলো আজও সিডরকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে এ জনপদের মানুষদেরকে।

কিছু গাছ সেই থেকে আজ অবধি একই অবস্থায় পড়ে রয়েছে যা এখন আর কোন কাজে আসবে না এবং বহু গাছ রাতের আধারে বেহাত হয়েছে। সিডর থেকে এ পর্যন্ত টানা ৫ বছরে ৩/৪জন নির্বাহী কর্মকর্তা এ উপজেলায় দারিয়ত্ব পালন করলেও কয়েক লক্ষ টাকার সরকারী গাছ রক্ষনা বেক্ষন বা নিলামে বিক্রির জন্য কেউই যথাযথ উদ্যোগ গ্রহন করেনি।

ফলে বিভিন্ন সময় চুরি হয়েছে এখন কার মূল্যবান গাছ। আর  বাকি গাছ গুলে পড়া পড়ে নষ্ট হয়েছে।

চিড়িয়াখানা বা জাদুঘরে রক্ষিত ঐতিহাসিক কোন কিছুর ন্যায় বিধ্বস্ত ওই গাছগুলো মোরেলগঞ্জবাসিকে সিডরের দুঃসহ স্মৃতি আর বেদনার কথা স্মরণ করিয়ে দিলেও প্রশাসনের দৃষ্টি আকর্ষনে যেন ব্যর্থ হল বিশালকায় এই গাছগুলো।

০৬-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক