প্রচ্ছদ / খবর / ভবনে ফাঁটল, ঝুঁকির মাঝে খুলনা বিভাগীয় এতিম খানার শতাধিক এতিম শিশু

ভবনে ফাঁটল, ঝুঁকির মাঝে খুলনা বিভাগীয় এতিম খানার শতাধিক এতিম শিশু

বাগেরহাট জেলার ফকিরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় সরকারী শিশু সদনের ভবনে মারাত্বক ফাঁটল দেখা দিয়েছে।

ভবনটির দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে ফাঁটল দেখা দিলেও বর্তমানে এটি মারাত্মক আকার ধারন করেছে। ফলে শতাধিক এতিম ছাত্রের জীবন এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এনিয়ে চরম আতংক বিরাজ করছে এখানে থাকা শতাধিক ছাত্রসহ শিক্ষক-কর্মচারীদের ভিতর। এখানের ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কায় রয়েছেন তারা।

খুলনা বিভাগীয় এতিম খানার ভবনে ফাঁটল, খয়ে পড়ছে ছাদ, ওয়াল ও রেলিং।
খুলনা বিভাগীয় এতিম খানার ভবনে ফাঁটল, খয়ে পড়ছে ছাদ, ওয়াল ও রেলিং।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আয়তনের দুই তলা বিশিষ্ট ভবনটির ছাদ, ওয়াল ও রেলিংএ ফাটল ধরেছে। অনেক স্থানের সিলিং ভেঙ্গে নিচে খুলে পড়ছে। ফলে আতংকিত ছাত্রদের কে রাত্রে থাকার জন্য অন্য একটি পুরাতন ভবনের অপরিচ্ছন্ন নোংরা দূরগন্ধ যুক্ত রুমে সরিয়ে নেওয়া হয়েছে।

সেখানে থাকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে ছোট ছোট এতিম শিশুরা। আর বিকল্প কোন ব্যাবস্থা না থাকায় ফাটল ধরা ভবনেই চলছে ক্লাস ও একাডেমিক কার্যক্রম। ফাটল ধরা ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও খাবার ঘর থাকায় তাদের নিয়মিই চলাচল করছে সেখানে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব অবিভাবকহীন এতিম ছাত্ররা ভবন ধ্বংসের আশংঙ্কায় উদ্বেক প্রকাশ করছে।

এলাকাবাসী ও সচেতন মহল ফাটলধরা ভবনটি থেকে এসব এতিম শিশুদের দ্রুত স্থানন্তর করে তাদের বিকল্প আবাসন ও শিক্ষার ব্যবস্থা করে ভবনটিকে অবিলম্বে পরিত্যাক্ত ঘোষনা করার জন্য দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

১০-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক