প্রচ্ছদ / খবর / বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Wather-signal-3আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করবে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকালে মংলাতে বৃষ্টি হয়েছে এবং ভ্যাপসা গরম পড়ছে। মোংলা ছাড়েও বৃষ্টিপাত হয়েছে জেলার অনান্য উপজেলা গুলোতেও।

শরণখোলা মৎস সমিতির পক্ষ থেকে তাদের বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল জেলেদের ফিরে আসার জন্য খবর পাড়ান হয়েছে বলে বাগেরহাট ইনফোকে জানিয়েছেন সমিতির এক নেতা।advertise

১৩-০৬-২০১৩ :: এডিটর, বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক