প্রচ্ছদ / খবর / মুক্তিপণের টাকা আদায়ের সময় এক দস্যু আটক

মুক্তিপণের টাকা আদায়ের সময় এক দস্যু আটক

উপকূলবর্তী পূর্ব সুন্দরবনে বাগেরহাটের নাপিতখালী এলাকা থেকে মুক্তিপণের টাকা আদায়ের সময় আব্দুল করিম (২৮) নামে এক বনদস্যুকে ধারালো অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

রোববার সকাল আনুমানিক ৭টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল করিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদমুখা গ্রামের এলাহী গাজীর ছেলে।

কোস্ট গার্ড জানায়, সে বনদস্যু আমজাদ বাহিনীর এক জন সক্রিয় সদস্য।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শফিকুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, মুক্তিপণের দাবিতে কয়েকজন জেলেকে সুন্দরবনে আটকে রাখে বনদস্যু আমজাদ বাহিনী। বনদস্যুদের দাবি অনুযায়ী রোববার সকালে মুক্তিপণের টাকা দিতে যান জিম্মি জেলেদের পরিবারের সদস্যরা।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে মংলা কোস্টগার্ডের একটি দল নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে জেলেদের কাছে মুক্তিপণের টাকা নিতে আসা বনদস্যু আব্দুল করিমকে আটক করে।

এসময় তার কাছ থেকে চারটি দেশীও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।

১৬-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক