প্রচ্ছদ / খবর / সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা হতে আগ্নেয়াস্ত্রসহ দু’টি ট্রলার উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা হতে আগ্নেয়াস্ত্রসহ দু’টি ট্রলার উদ্ধার

সুন্দরবেনর আড়পাঙ্গাসিয়া নদীর কাটেশ্বর খাল এলাকা থেকে দুর্ধর্ষ বনদস্যু রাজু বাহিনীর আস্তানা হতে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্রসহ দু’টি ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

এসময় সেখান থেকে ১টি বিদেশী বন্দুক, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো অস্ত্র, ২টি ট্রলার, ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ খাবারসহ দস্যু বাহিনির ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার উদ্ধিার করা হয়।

মংলাস্থ  কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে: কমান্ডার মুফতি মাহমুদ বাগেরহাট ইনফোকে জানান, সুন্দরবনের সবচেয়ে বড় ও দুর্ধর্ষ রাজু বাহিনীর সদস্যরা পশ্চিম সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর কাটেশ্বর খালে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

এসময় বনদস্যুরা কোস্টগার্ড সদস্যরের অবস্থান টের পেয়ে ট্রলার থেকে নেমে বনের গহীনে পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানায় তল্লাশী চালিয়ে অস্ত্র সহ উক্ত মালামাল উদ্ধার করে। তবে এ সময় উভয়ের মধ্যে কোন ধরণের সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

উদ্ধার কৃত অস্ত্র ও মালামাল খুলনার কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

১৫ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক