বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হলেও বাগেরহাটে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে জামায়াতের ডাকা দিনব্যাপী হরতাল।
সকালে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের উদ্যোগে শহরের বিক্ষোভ মিছিল বের হয়। আর গোলাম আজমের রায় ঘোষনার পর রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা জামায়াত।
সোমবার দুপুরে শহরের দশানী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতা-কর্মীরা খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বকুলতলা এলাকায় সড়ক অবরোধ করে।
এ সময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্ততা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম, সেক্রেটারী শেখ আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ইকবাল হোসাইন, ডা. আব্দুল লতিফ, শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসেন প্রমুখ।
প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের হস্থক্ষেপে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া তারা।
এদিকে হরতালের কারণে বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যানবাহন, বন্ধ ছিল বাস চলাচল তবে রিকসা, অটোরিকশাসহ ছোট ছোট যান চলাচল ছিল সাভাবিকা।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More