প্রচ্ছদ / খবর / বাগেরহাটে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

জামায়াতের ডাকা হরতালের দ্বীতিয় দিনে বাগেরহাটে জেলা জামায়াতের উদ্ধগে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে শহরের মেগনিতলা এলাকা থেকে জামায়াত-শিবির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে। পরে বাগেরহাট-খুলনা মহাসড়কের বকুলতলায় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মশিউর রহমান খান, রেজাউল করিম, অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, শেখ ইউনুস আলী, ডা. আব্দুল লতিফ, হাফেজ আজমল হোসেন, অধ্যাপক ইকবাল হোসাইন, অধ্যক্ষ আলতাফ হোসেন, শেখ জাকির হোসেন, মল্লিক মিজানুর রহমান, মোস্তাইন বিল্লাহ, মঞ্জুরুল হক রাহাত, মো শামিম হাসান প্রমুখ।

তবে গোলাম আজমের রায় প্রত্যাখ্যান করে গনজাগরণ মঞ্চের ডাকা হরতালের সমর্থনে বাগেরহাটে কোন মিছিল, সমাবেশ বা পিকেটিং করতে দেখা যায়নি।

এদিনও হরতালে বাগেরহাট থেকে কোন দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যান্তরীন রুটে দুই-একটি টেম্পু, অটো রিক্সা চলাচল করলেও অন্যদিনের তুলনায় যাত্রী ছিল খুবই কম।

১৬ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক