বেকারত্বের যন্ত্রণা সইতে না পেরে মংলার আমড়াতলা এলাকায় বাবু মোল্যা (২৬) নামে এক যুবকের আত্মহত্যা।
শুক্রবার জুম্মার নামাজের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য করে সে। নিহত বাবু মোল্যা মংলার উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়তলা গ্রামের আব্দুল হাই মোল্যার ছেলে।
পুলিশ ও স্থাসীয়রা জানায়, বেকার থাকায় বেশ কিছু দিন ধরে পরিবারের সদস্যদের সাথে প্রায়ই ঝগড়া ও মনমালিন্য চলে আসছিল তার। শুক্রবার জুম্মার নামাজের পর বাবুর পিতা তাকে আবাও তার বেকারত্ব নিয়ে গালমন্দ করে।
আর এই গালমন্দ ও বেকারত্বের অভিষাপ থেকে মুক্তি পেতে দুপুরে ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে বাবু।
পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More