একজন ই হিমু ঘুমিয়ে

প্রিয় হুমায়ূন আহমেদ স্যার
প্রিয় হুমায়ূন আহমেদ স্যার

লিচু গাছের নিচে একজন ই ‘হিমু’ ঘুমিয়ে
বাঁশের চটায় ঘের হিমু কার এত সাহস যে তাকে দেবে জাগিয়ে।
নুহাস পল্লীর ভেতরে চেঁয়ে দেখ ঐ কাঁদছে নুহাস,
ছি ছি কি করছিস তুই ‘দেওয়াল’ গুলি রেগে ফুলছে রে!
‘র্শ্রাবন মেঘের দিনে’ মিসির আলি ছাতা করে কোথায় ঐ যাচ্ছে হে
বৃষ্টি বলছে ‘আমার আছে জল’ ভিজিয়ে তোকে আজ দেব ই রে।
আজ চিত্রার বিয়ে সে আজ ‘লিলাবতী’ সাঁজে
‘চিত্রা’র স্বামী নিয়ে যাবে তাকে ‘দাড়ুচিনি দ্বীপে’।
চাঁদনী ঐ রাতে ‘জলপদ্ধের’ উপরে কার সে ছাঁয়া ভাঁসে ?
নরকের এই গরমে ‘লিলুয়া বাতাসে’ প্রান জুরায় আজ ‘আহা’ রে
‘রিমান্ড’ থেকে হিমু ফিরে আর হবে না তার ‘ফেরা’
চুপটি করে বলে গেছে সকালের ‘প্রথম প্রহর’ এ।

……………………………………….
> হুমায়ূন আহমেদ স্মরনে তার কিছু কাব্যগ্রন্থ নিয়ে আমার সমান্য সৃষ্টি একটি কবিতা প্রিয় হুমায়ূন আহমেদ স্যার এর প্রতি উর্ত্‍সগ করলাম।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !