প্রচ্ছদ / খবর / বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত হল বাগেরহাটের শরণখোলায় শতাধিক নতুন পরিবার

বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত হল বাগেরহাটের শরণখোলায় শতাধিক নতুন পরিবার

বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত হল বাগেরহাটের উপকুলীয় উপজেলা শরণখোলার ধানসাগর ইউনিয়নের উত্তর নলবুনিয়া গ্রামের শতাধিক পরিবার।

সোমবার দুপুরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বিদ্যুতের সুইচ চেপে আনুষ্ঠানিকভাবে ওই গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ওই গ্রামের দুই দশমিক ৩৮ কিলোমিটার এলাকায় এই বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। এই সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার আওতায় যুক্ত হল ঐ গ্রামের দুটি বানিজ্যিক প্রতিষ্ঠান সহ মোট ১১০টি পরিবার।

বিদ্যুৎ সংযোগে উদ্বোধন করেন ডা. মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌছে দেযার যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে এখানে একশ সাতটি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম মামুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের মোরেলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক হাওলাদার মো. ফজলুর রহমান, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান দুলাল, শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ও শেখ শাহআলম মাইজভান্ডারী প্রমূখ।

২২ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক