প্রচ্ছদ / খবর / ফকিরহাটে শিক্ষক পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ফকিরহাটে শিক্ষক পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ফকিরহাট উপজেলার সাতশৈয়ার হাজী আঃ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মনিরুজ্জামান এবং তার স্ত্রী ও শিশু পুত্রের প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

BagerhatNews25.07.13বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভারাশিয়া স্কুল মোড়ে হাজি আ. হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

ফকিরহাট উপজেলা শিক্ষক সমিটির আয়োজিত মানববন্ধন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্বাকলিপি পেশ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ মুস্তাইদ সুজা, শিক্ষক বিমল কুমার ঘোষ, সমরেশ রায় চৌধুরী, নাছিমা আকতার, সঙ্গিতা দেবনাথ, শেখ সিদ্দিকুর রহমান, শেখ শাহাজান আলী ও জিল্লুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে হাজী আ. হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক শেখ মনিরুজ্জামান তার স্ত্রী ও দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাজারে আসছিলেন।এ সময় প্রতিপক্ষের লোকজন ওই শিক্ষক ও তার পরিবারের ওপর হামলা করে।

২৫ জুলাই ২০১৩ :: উপজেলা প্রতিনিধি
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক