প্রচ্ছদ / খবর / শনিবারের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা

শনিবারের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা

বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট বাজরে বিএনপি-আ.লীগ সংঘর্ষের সময় আওয়ামীলীগ অফিস ভাংচুরের ঘটনায় আরও একটি মামলা দায়ের।

সোমবার রাত আনুমানিক ২ টায় বাগেরহাট মডেল থানায়  ইউনিয়ন আঃলীগ সেক্রেটারী আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও তার দুই ভাইসহ ১৩১ জন বিএনপি’র নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩শ জনকে আসামী করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুর কবির চৌধরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার বিকালে মুক্ষাইট বাজারে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে গোটাপাড়া ইউনিয়ন আঃলীগ সেক্রেটারী আব্দুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে।

এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পৃথক তিনটি মামলা দায়ের হলো। যার অপর দু’টি মামলার বাদি সংঘর্ষে আহত সদর মড়েল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় আঃলীগ নেতা ও গোটাপাড়া ইউপি সদস্য আব্দুল গফ্ফার।

উল্লেখ্য, শনিবার বিকালে মুক্ষাইট বাজারে বিএনপি’র অফিস উদ্বোধনী অনুষ্ঠান ও আওয়ামী লীগের ১৫ আগস্ট উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে উভয় পক্ষের বাগবিতন্ডা থেকে ব্যাপক সংঘর্ষে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা ভাংচুর, অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটায়।

সংঘর্ষের সময়ে স্থানীয় আওয়ামীলীগ অফিস ভাংচুর ও বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা।

১১ আগষ্ট ২০১৩ :: ইনজামামুল হকনিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম

About ইনফো ডেস্ক