মালয়েশিয়ায় যাওয়ার জন্য লটারির মাধ্যমে বাগেরহাট জেলা থেকে নির্বাচিত হলেন ৩৮০ জন ।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ শুকুর আলী প্রজেক্টরের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার লটারির ফলাফল ঘোষণা করেন। জেলায় মোট ২২ হাজার ৭৯১ জন নিবন্ধন করেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য ।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর আসনের এমপি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট পুলিশ সুপার মো. খোন্দকার রফিকুল ইসলাম, স্থানীয় সংবাদমাধ্যম কর্মী ও ইউপি চেয়ারম্যানরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ই-মেইলে জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে এই ফলাফল পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে ই-মেইলে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা তাদের এলাকায় বসেই ফলাফল জানতে পারবেন। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসনের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সহজ শর্তে স্বল্প খরচে কৃষি শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার। গত ২৬ নভেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটে সরকারিভাবে মালেয়শিয়া গমন ইচ্ছুদের নিবন্ধন চলে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More