আমার আমানত

আমি কাকে ধিক্কার দেব?.....
যে পিতা,যে ভাই বা যে প্রতিবেশী এখনো
মুখ গুজে রেখেছে পেপার আর টিভি’র উপর।

আমি কাকে ধিক্কার দেব?
যে মা,যে মাসি আমার যে পিসি আঁচল
দিয়ে চোখ মুছে আবার লেগে যায় রুটি বেলতে।

আমি কাকে ধিক্কার দেব?
যে আইন প্রনেতা নিজের যুবতী মেয়ের জন্য
৮-১০’টা দেহরক্ষী রেখে আমার ধর্ষিতা
বোনের জন্য রাখে শুদুই সমবেদনার বানী।

আমি কাকে ধিক্কার দেব?
যখন আইনের রক্ষক হয়ে ওঠে রাক্ষস
কিংবা ভক্ষক।

আমি কাকে ধিক্কার দেব?
আমি ধিক্কার দেই আমাকে…
আমি ধিক্কার দেই আমার পিতাকে…
আমি ধিক্কার দেই আমার পূর্বপুরুষদের…

এই পঙ্গু সমাজের নাভি থেকে আমরা
মুছতে পারিনি বর্বরতা।
এই নষ্ট সমাজপতিদের মাথা থেকে
নামাতে পারিনি নরশয়তানের
আশীর্বাদপুষ্ট ছায়া।

ক্ষমা করে দে আমার লক্ষ্মী শান্ত বোন,
আমি তোর আর্তনাদের হুংকারে ভেসে যাওয়া
জন্ম-পঙ্গু ভাই
যার চোখের জল অগ্নি হয়ে শুদু
নিজেকেই পোড়ায়…

About Pagol Kobi