প্রচ্ছদ / খবর / দূর্গাপূজায় ৩ দিনের সরকারী ছূটির দাবীতে বাগেরহাটে মানববন্ধন

দূর্গাপূজায় ৩ দিনের সরকারী ছূটির দাবীতে বাগেরহাটে মানববন্ধন

দূর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিনের সরকারী ছূটি ও জাতীয় সংসদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসনের দাবীতে বাগেরহাট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Bagerhat-Photo30.08.13শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
সকাল ১১ টা ১৫ থেকে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি শিব শংকর হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি রবিন্দ্র নাথ দেবনাথ, সৌমেন হালদার, সুপ্রভাত হালদার, দেবেশ হালদার প্রমূখ।
এসময় বক্তরা দূর্গাপূজায় ৩ দিনের ছুটি, জাতীয় সংসদে সংখ্যালঘূদের জন্য ৬০ টি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় প্রতিষ্ঠার দাবী জানান।

৩০ আগষ্ট ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট, বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক