প্রচ্ছদ / খবর / প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অপরুপা রিয়েল এস্টেটের মালিক আটক

প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অপরুপা রিয়েল এস্টেটের মালিক আটক

রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাটে অপরুপা রিয়েল এস্টেটের মালিক মাওলানা আনিচুর রহমানকে আটক করেছে পুলিশ।
Bagerhat-Photo-05.09.13বুধবার গভির রাতে শহরের বাসাবাটি ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে আনিচুর রহমানকে আটক করে বাগেরহাট মড়েল থানা পুলিশ।
আটককৃত আনিচুর রহমান মোড়েলগঞ্জ উপজেলার ডেওয়াতলা গ্রামের মোকছেদ শেখের পুত্র।
পুলিশ জানায়, যুবক ও ডেসটিনির মত অল্প পুজিতে বিপুল লাভের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল লোকদের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে সে ও তার সহযোগিরা।
প্রতারণার শিকার গ্রাহকরা গ্রাহকরা বাগেরহাট ইনফোকে জানান, প্রায় ৬/৭ মাস পুর্বে শহরের ট্রাফিক মোড়ে ‘অপরূপা রিয়েল’ নামে একটি প্রতিষ্ঠান শুরু করে আনিচুর। পরে মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে আমানত সংগ্রহের নামে অর্থ আতিয়ে ন্যায় প্রতিষ্ঠানটি।
পুলিশ জানায়, মাওলানা আনিচুর রহমান গোপনে বিদেশে পালানর চেষ্ঠা করছে ভুক্তভোগীদের কাছ থেকে এমন খবর পেয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ করলে এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গত রাতে প্রতারক আনিছুর রহমানকে গ্রেফতার করে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাগেরহাট ইলফোকে বলেন, এখন পর্যন্ত শহরের মোঃ বেলায়েত হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মাওঃ মিজানুর রহমান, মোঃ বিপুল, দেলোয়ার হোসেন, হাফেজ দেলোয়ার, মোঃ নাসিম, মোঃ আশ্রাব আলী, আলমগীর হোসেন, মোঃ মহাসিন, মাহামুদ হোসেনসহ প্রায় শতাধিক লোকজনের থানায় তার বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসতের অভিযোগ করেছে।
এ রিপের্ট লেখা (বিকেলে সাড়ে ৫টা)পর্যন্ত বাগেরহাট মডেল থানার সামনে প্রতারনার স্বীকার শতাধিক লোক টাকা ফেরতের দাবীতে জড়ো হয়েছে। তারা জানান, জামানত হিসাবে তাদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়া হযেছে।
 বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, প্রতারক মাওলানা আনিচুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পর পুলিশ তাকে আটক করে।এ সময়ে তার সহযোগী ওই প্রতিষ্ঠানের পরিচালক আঃ কাদের, জিএম মাওঃ রুহুল আমিন পালিয়ে যায়।
আটকের পর প্রতারণার অভিয়োগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ে হয়েছে।
এই মূহুর্তে প্রতারনার স্বিকার গ্রাহকদেরক অভিযোগের ভিত্ততে তালিকা করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠান হবে জানান তিনি।

 ০৫ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক