প্রচ্ছদ / খবর / সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যতিক্রমী উদ্যোগ

সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যতিক্রমী উদ্যোগ

সুন্দরবন ধ্বংস করে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে বাগেরহাটে স্থানীয় প্রগতিশীল ছাত্র সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
ছবি : বাগেরহাট ইনফো ডটকম।
ছবি : বাগেরহাট ইনফো ডটকম।
রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সুন্দরবন সম্পর্কিত দেয়াল লিখন, পোস্টার লিখন ও লাগানো, লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন তারা।
“আসুন সুন্দরবন রক্ষা করি, দেশ বাঁচাই, বিশ্ব পরিবেশ সমুন্নত রাখি” এই শ্লোগান নিয়ে ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তৃতা দেন আরিফুল ইসলাম সজিব, রাম প্রশাদ রায়, তম্ময় মল্লিক, বেলাল হোসেন, চন্দন দ্বীপ মিত্র, সুমন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সজিব বলেন “সুন্দরবন রক্ষার্থে ছাত্রসমাজ অগ্রনী ভূমিকা রেখে তারা সফল হতে পারবেন এবং বাঙালি জাতি আরও একবার ছাত্রসমাজের শক্তি চিনতে পারবে”।
এসময় বিদ্যলয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও এ আন্দোলনের সাথে একাত্মতা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, “সরকার না বুঝেই হুট করে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে তা সুন্দরবন তথা বিশ্বপরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ, বিশেষত বাগেরহাটবাসীদের জন্য। তাই এ বিষয়ে সব বয়সীদেরই একইভাবে আন্দোলনে নামা উচিত”।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি’র বাগেরহাট জেলা শাখা ও ছাত্র ইউনিয়নের প্রষ্ঠপোষকতায় এই কর্মসূচী পালিত হয়।

০৮ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক