প্রচ্ছদ / খবর / চিতলমারীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক উন্মুক্ত সংলাপ

চিতলমারীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক উন্মুক্ত সংলাপ

মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে উন্মুক্ত নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
‘আপনারা কেমন আছেন?’ শিরোনামে বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়াম ভবনে জেলা প্রশাসক মো. শুকুর আলীর পরিচালনায়নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মু: শুকুর আলী বলেন, এধরনের সংলাপ নারী জাগরণ ও ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে। পর্যায় ক্রমে জোলার অনান্য উপজেলায় এধরণের সংলাপের আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহ আলম, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও লুলু বিলকিস বানু, মহিলা ভাইস চেয়ারম্যান শিবানি বিশ্বাস, ওসি মনিরুজ্জামান মোল্লা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা সহ নারী অধিাকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

১১ সেপ্টেম্বর ২০১৩ :: এস.এস শোহান, 
বাগেরহাট ইনফো ডটকম।। 

About ইনফো ডেস্ক