বাগেরহাটের কাটাখালীর মোড়ে গ্যাসের পাইপ বহনকারী ১৪ চাকার টিলারের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে।
রবিবার সকাল সোয় ৯ টার দিকে দূর্ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত হয় হয়েছে ওই মটর সাইকেল আরোহী নিহতের মাদ্রাসায় পড়ুয়া দুই কন্যা।
নিহত আব্দুল হালিম বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা মাসকাটা এলাকার মৃত. আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে টিলারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসএই) অবনি দাস বাগেরহাট ইনফোকে জানান, রবিবার সকাল আব্দুল হালিম দুই তার কন্যাকে মাদ্রাসায় দেওয়ার জন্য মাদ্রাসায় যাচ্ছিল।
এ সময়ে খুলনা থেকে মংলাগামী গ্যাসের পাইপ বহনকারী ১৪ চাকার একটি টিলার কাটাখালী মোড়ে ওই মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিম মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
১৫ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More